প্রথম ছয় বছর সময় শিশুর ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারন এসময় শিশুর অনূভুতি, শব্দভাণ্ডার, অন্যের সাথে ভাব বিনিময় শিখে।ছয় মাস বয়সেই শিশু তার মায়ের কণ্ঠ চিনতে পারে।পরিচিত মুখ দেখে হাসে।এক বছর বয়সে তার চারপাশ ঘুরে ঘুরে দেখার ইচ্ছে জাগে।সাধারণ নির্দেশনা গুলো বুঝতে শিখে।দু বছর বয়সে প্রায় দু’শ শব্দভাণ্ডার জমা হয়।তিন বছর বয়সে এটা কেন,ওটা কেন এরকম প্রশ্ন করতেই থাকে।খেলাধুলা ও অন্যেদের সাথে সহযোগিতার মনোভাব গড়ে উঠে।অন্যেকে খুশি করতে চায়।
