বাংলাদেশে বেশ কয়েকটি সমস্যার মাঝে অন্যতম সমস্যা হলো প্রতিবন্ধী সমস্যা।আসলে আমরা তাদেরকে যেভাবে বুজা হিসেবে দেখি তারা ততটা বুজা বা অক্ষম নয়।সধ্য বের হওয়া একটি তথ্যে অনুযায়ী তারা এখন তাদের প্রতিভা কাজে লাগিয়ে টিকটকে ভিডিও বানায় এবং রাতারাতি ভাইরাল হয়ে যায়।
বিষয়টি আমাদের বাংলাদেশ সরকার অব্দি গড়ায় এবং এইসকল প্রতিবন্ধীদের তাদের চোখে পড়ে তারা তাদের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যায়।এবং তাদেরকে মানসিক প্রতিবন্ধী কোটার আওতাভুক্ত করে।এবং মাসে তাদের ভাতার ব্যাবস্থা করে।তাছাড়া যাদের মানসিক অবস্থা বেশি খারাপ থাকে এবং ভিডিওতে পাগলামিটা একটু বেশি হয় তাহলে ভাতার সাথে বোনাসের ব্যাবস্থা করবে বলে সরকার জানিয়েছে
বিষয়টি টিকটিক ব্যাবহার কারীদের জন্য খুবই সুখের।আমি মনে করে তারা মন থেকে সরকার কৃতজ্ঞতা জানাবে।তাই টিকটক ব্যাবহারী কারে আর মূল্যহীনভাবে চলতে হবে না।
