মাস্টার পাশ ছেলে নাহিদ।দীর্ঘদিন ধরে চাকরি খোজাখুজি করেন কিন্তু কোন চাকরি পান নি।তারপর যখন পরিকল্পনা মন্ত্রী কচুরিপানা নিয়া একটি মন্তব্য করেন তখন থেকে পেয়াজ থেকে আরো বেশি দাম বেড়ে যায়।আর এই সুযোগটির সঠিক ব্যাবহার করেন নাহিদ।বাড়ির পাশের জমিতে চাষ শুরু করেন কচুরিপানার।এবং একটি বাম্পার ফলন হয় তার।
দেশের বাজারে কড়া মূল্য কচুরিপানার তাই বিক্রি করতে কোন প্রকার অসুবিধা হয়নি তার।উল্টো কড়া মূল্য বিক্রি করেন এবং নিজের পছন্দের একটি ফন (আইফোন ১১) কিনেন তিনি।
দিন দিন কচুরিপানার দাম বাড়তে থাকায় নাহিদ যানান এইভাবে ব্যাবসা চলতে থাকলে তিনি একটি BMW কার কিনবেন বলে যানান।
তাই যেসকল বেকার যুবক চাকরি না পেয়ে ঘরে বসে আছেন তারা খুব শীঘ্রই নাহিদের মত কচুরিপানার ব্যাবসা শুরু করার আহবান জানাচ্ছি
