ফেসবুক ভাইরাল এর যুগ, ফেসবুকে ভাইরাল হওয়া যায় খুব সহজেই, ভালো কোন ধরনের ভিডিও ক্রিয়েট করলে মুহূর্তে ভাইরাল হওয়া যায়, একটি ভিডিওতে দেখা যায় একটি মে;য়ের গোসলের ভিডিও ভাইরাল হয়েছে।
বাহুবলি’ সিনেমা খ্যাত অ’ভিনেতা প্রভাস। দেশ-বিদেশ তার অ’সংখ্য ভক্ত রয়েছে। অন্যদিকে ‘মাগাধীরা’ সিনেমা খ্যাত অ’ভিনেতা রাম চরণ। তার ভক্তকূলও কম নয়।
এই দুই তারকা অভিনেতাকে ক’খনো একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি। তবে তা’দের একসঙ্গে তোলা একটি ছবি ভ’ক্তদের মন কেড়েছে। যা এখন নেট দুনিয়ায় ভা’ইরাল।
সাধারণত কাজ নিয়েই সারা বছর ব্যস্ত স’ময় পার করেন প্রভাস-রাম চরণ। গত ১৭ ডিসেম্বর দক্ষিণী সিনেমার প্র’যোজক দিল রাজুর ৫০তম জন্মদিন ছিল। এ উপলক্ষে ফিল্ম ইন্ডাস্ট্রির তা’রকাদের নিমন্ত্রণ ক’রেছিলেন তিনি।
দিল রাজুকে শু’ভেচ্ছা জানাতে হাজির হ’য়েছিলেন প্রভাস-রাম চরণও। এ সময় একসঙ্গে ক্যা’মেরাবন্দি হন তারা। যা প্র’কাশ্যে আ’সতেই দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
এ ছবিতে দেখা যায়—প্রভাস ধূসর রঙের কুর্তা পরেছেন। অ’ন্যদিকে সাদা রঙের টি-শার্টের উপরে রাম চরণ পরেছেন ডে’নিমের শার্ট। দুজনের মুখেই ছিল মাস্ক।