বর্তমান সময়ে এক রোগের নাম টিকটক।আর এই মানসিক রোগে পড়ে কত মানুষ কত রকমই কাজ করে।আর এইরকম একজন মানুষ হলেন আবির।
শখের বসে টিকটক বানান আর অন্য দিনের মত গত ২২/০২/২০২০ তারিখে টিকটক বানাতে যান একটি ড্রেনের পাশে।তিনি ভিডিও বানাতে এতটুকু ব্যাস্ত ছিলেন যে পাশে ড্রেন ছিলো ভুলেই গেছেন আর ঠিক তখনই তিনি ড্রেনে পড়ে যান।
তারপর স্থানীয়রা তাকে ড্রেন থেকে তুলে হসপিটালে নিলে ডাক্তার জানায় আবিরের পাছার একটি হাড্ডি ভেঙ্গে গেছে।
তাই সকল টিকটক ব্যাবহার কারীদের সতর্কতা অবলম্বন করা আহবান জানাচ্ছি।
