নারী মনের রহস্য উ*দ্ধার করতে পারেননি আচ্ছা আচ্ছা মুনিঋষি। তারা কী চায়, পুরুষের জানা কম্য নয়। ফলে না*রীর মন নিয়ে কী কী ধারণা, ইচ্ছে, অনিচ্ছে জেগে ওঠে সেও জানা এক প্রকার দু*ষ্কর। তাই মু*শকিল আসানে কয়েকটি টিপস্ দিলাম।জেনে নিন নারী কিছু ইশারা-
১. নারী মনে জাগলে সে বার বার তার পছন্দের পুরুষকে ছোঁ*য়ার চেষ্টা করে।
২. প্রাণের পুরুষের ঠোঁ*টে আইসক্রিম, কফি বা অন্য কোনও খাবার লেগে থাকলে পরিষ্কার করে দেয়
৩. খুব অ*ন্তর*ঙ্গ হয়ে গায়ে ঘেঁ*ষে বসার চেষ্টা করে।৪. বাইকের পিছনে বসে প্রাণের পু*রুষকে জা*পটে ধরে।
৫. খুব উ*ত্তেজক কোনও পোশাক পরে হাজির হয় পছন্দের পুরুষের সামনে।
৬. কথা বলতে বলতে পুরুষের চুলে আ*ঙুল দিয়ে বিলি কেটে দেয়।
৭. সরাসরি কিছু প্রকাশ না করতে পারলেও, সেই সং*ক্রান্ত আলোচনা করে প*ছন্দের পু*রুষের সঙ্গে।
৮. এতটা খোলাখুলি না হলেও, দু’রকম মানে হয় এমন কথা বলে।
৯. বার বার গালে, হাতে বা কপালে চু*মু খায়।
১০. রোম্যান্টিক আলোচনায় মেতে উঠে।আলোচনার বিষয়বস্তু নরম থেকে গরম হয়ে উঠতে পারে।
১১. পছন্দের পু*রুষের সঙ্গে একান্তে রাত কা*টাতে চায়।
১২. পুরুষের পোশাক ও চে*হারা নিয়ে বারংবার প্রশংসা করে।