Breaking News
নাসির ‘ভালো মানুষ’ দাবি করে পরীমনিকেই দুষলেন হেলেনা জাহাঙ্গীর

নাসির ‘ভালো মানুষ’ দাবি করে পরীমনিকেই দুষলেন হেলেনা জাহাঙ্গীর

ঢাকাই সিনেমা’র চিত্রনায়িকা পরীমনিকে ইস্যুতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শুরু থেকেই এই ঘটনার জন্য দায়ের করা মা’মলার প্রথম আ’সামি ব্যবসায়ী নাসির উদ্দিনকে দায়ী করা হচ্ছে। পরীমনির মা’মলায় তাকে-সহ পাঁচ জনকে গ্রে’প্তারও করা হয়েছে। তবে কেউ কেউ আবার নাসির উদ্দিনের পক্ষেও কথা বলছেন। তেমনি একজন হলেন হেলেনা জাহাঙ্গীর।

সম্প্রতি ঢাকার উত্তরার বোট ক্লাবে ঘটে যাওয়া সেই ঘটনার জন্য নায়িকা পরীমনিকেই দোষারোপ করছেন হেলেনা জাহাঙ্গীর। পাশাপাশি নাসির উদ্দিন একজন ‘ভালো মানুষ’ বলে দাবি করেছেন তিনি। আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মতো একজন মানুষ কিছুতেই পরীমনিকে চেষ্টা করতে পারেন না দাবি করে তিনি বলেন, ম’দ্যপ এই নায়িকাকে শাসন করতে চড়-থাপ্পর দেওয়া অন্যায় নয়।
হেলেনা জাহাঙ্গীর নিজে একজন নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান এবং ওই বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। নিজের আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনি ইস্যুতে দীর্ঘদিনের পরিচিত নাসির উদ্দিন মাহমুদ স’ম্পর্কে নিজের ব্যক্তিগত অ’ভিমত ব্যক্ত করেন তিনি।
নাসির উদ্দিনের গ্রে’প্তার প্রসঙ্গে তিনি বলেন, এখানে ইনজাস্টিস হচ্ছে কি না- সেটা আম’রা জানি না। জাস্টিসের অ’পেক্ষায় আছি আম’রা। নাসির সাহেব উত্তরা ক্লাবের চার-পাঁচবারের নির্বাচিত প্রেসিডেন্ট। আমি যতগুলো ক্লাবের সদস্য, উনিও ততগুলো ক্লাবের সঙ্গে আছেন। আমি কোনো দিন উনার আচার-আচরণে খা’রাপ কিছু দেখিনি। অবশ্য এটা আমা’র ব্যক্তিগত অ’ভিমত। বোট ক্লাবের আমি ফাউন্ডার মেম্বার। আমি ছয় নম্বর মেম্বার। পাশাপাশি আমি গুলশান ক্লাবের মেম্বার। আমা’র বাসায় নাসির ভাই এসেছেন, দাওয়াতও খেয়েছেন। উনার চোখের নজর আমি কোনোদিন খা’রাপ দেখিনি, বলেন হেলেনা জাহাঙ্গীর।

তিনি বলেন, আমা’র ঘরে দুইটা মে’য়ে আছে, ছে’লের বউ আছে। আমা’র মে’য়েরা আমা’র ক্লাবের অ্যাসোসিয়েট মেম্বার। কিন্তু আমি চাইব না যে, আমা’র মে’য়েরা রাত ৮টার পর ঘরের বাইরে থাকুক। গুলশান ক্লাব আমা’র বাসার সামনেই। কিন্তু ওরা কোনো দিন সেখানে যায় না। বরং ওরা কোনো বান্ধবীর বাসায় গেলে আমি ও আমা’র স্বামী তার তদারকি করি এবং ৭টার মধ্যে বাসায় ফিরতে বাধ্য করা হয়।
এই নারী উদ্যোক্তা বলেন, আমা’র ছে’লের বয়সও ২৩ হয়ে গেছে। আম’রা ছে’লেকেও গভীর রাতে ঘরের বাইরে থাকতে দেই না। আর একটা মে’য়ে (পরীমনি) কী’ভাবে…? আমা’র মতে, নায়িকা-গায়িকা সবকিছু বাদ, সে তো একটা মানুষ, সে তো একটা মে’য়ে। সেই কোথায় বোট ক্লাব! তাহলে রাত ১২টার সময় সে দুই গাড়ি ভরাট করে কী’ভাবে যায়- আমা’র প্রশ্ন এই জায়গাতেই।

হেলেনা জাহাঙ্গীর আরো বলেন, তাকে (পরীমনি) যে চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু কেউই দুই চোখে দেখেনি। যে ১৫ সেকেন্ডের ভিডিওর কথা বলা হচ্ছে, সেটা আম’রা যদি শুনি ভালো করে, তাহলে দেখব- সেখানে কিন্তু কোনো নারীর আওয়াজ আসেনি। যারা ক্লাবের মেম্বার না, তারা তো ক্লাবে এন্ট্রিই না। আর রাত ১১টার সময় বন্ধ হয়ে যায় ক্লাব। তাহলে রাত ১১টার পর গিয়ে কেন তারা ম’দের বোতল চাইবে?
এ ছাড়া নাসির উদ্দিনের ওপর যাতে অবিচার হতে না দেওয়া না হয় সে আহ্বান জানিয়ে তিনি মিডিয়ারও সমালোচনা করেন। বলেন, মিডিয়া কী’ সেটা আম’রা জানি। একই সঙ্গে পরীমনির সম্পদের হিসাব চাওয়ার জন্য দু’র্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ঢাকার উত্তরার কাছে বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে গত ৮ জুন পরীমনিকে চেষ্টা করা হয় বলে তিনি নিজেই অ’ভিযোগ তুলেছেন। এই অ’ভিযোগে তিনি আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার ঘনিষ্ঠ অমিসহ ৬ জনের বি’রুদ্ধে মা’মলা দায়ের করেন। চিত্রনায়িকা পরীমনির ওই মা’মলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রে’প্তার করেছে পু’লিশ।

Check Also

শু’টিং স্প’টে খো’লামেলা ডা’ন্সের ভিডিও

শু’টিং স্প’টে খো’লামেলা ডা’ন্সের ভিডিও

অভিনেত্রী সুবাহর বাসায় চু’রি’ মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। চলচ্চিত্রে নি’য়মিত কাজ ক’রছেন তিনি। এ অ’ভিনেত্রীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!