Breaking News
পবিত্র এই কোরআনের দাম এক কোটি টাকারও বেশি

পবিত্র এই কোরআনের দাম এক কোটি টাকারও বেশি

মহামারির এ আবহে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে চলতি বছরের আবুধাবি আন্তর্জাতিক বইমেলা। তবে এ বারের মেলায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, মেলার প্রদর্শনীতে পাঁচ লাখ দিরহাম মূল্যের স্বর্ণের পাতায় লেখা পবিত্র কোরআন শরীফের একটি কপিও রাখা হয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রকাশনা সংস্থার অংশ্রগ্রহণে আবুধাবি আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। এতে পাঁচ লাখ দিরহাম মূল্যের স্বর্ণাক্ষরে লেখা পবিত্র কোরআনের একটি কপি রয়েছে।
২৪ ক্যারেট সোনার তৈরি পৃষ্ঠায় কোরআনের মূল্যাবান এ কপিটি লিখা হয়েছে। এর মূল্য বর্তমানে বাংলাদেশি মুদ্রায় এক কোটি ১৫ লাখ ৬২ হাজার ১৪৩ টাকা বা এক লাখ ৩৬ হাজার ১২১ ডলার।
বইমেলায় অংশ নেয়া অস্ট্রিয়ার প্রকাশনা প্রতিষ্ঠান আদিনা গারাজ-এর নির্বাহি পরিচালক পাওল স্ট্রোলিজ বলেন, এ বছরের আন্তর্জাতি বইমেলায় অংশ নিয়ে আমরা কয়েক শতাব্দির পুরোনো দুর্লভ অনেক পাণ্ডুলিপি প্রদর্শনীতে নিয়ে এসেছি। আদিনা গ্রাজের প্যাভিলিওনে অনেক দুর্লভ পাণ্ডুলিপি ও প্রাচীন বই-পত্র পাওয়া যাবে। এর মধ্যে পাঁচ লাখ দিরহাম মূল্যের পবিত্র কোরআনের একটি কপি আছে। পবিত্র কোরআনের এমন কপি বিশ্বে মাত্র ১০টি আছে।

বই মেলার প্রাচীন পাণ্ডুলিপির প্যাভিলিয়নে স্বর্ণাক্ষরে লেখা পবিত্র কোরআনের কপিটি দেখা যাবে। মেলার এ স্থানে এসে দর্শনার্থীরা ইতিহাসের দুর্লভ পাণ্ডুলিপি, বই ও উল্লেখযোগ্য ঘটনাবলি সম্পর্কে জানতে পারবে।
আন্তর্জাতিক এ বইমেলায় কয়েক শতাব্দি আগের পাণ্ডুলিপি, বই ও বিভিন্ন মানচিত্রে জ্যোতির্বিজ্ঞান, চিকিত্সা বিজ্ঞান, গণিত ও দুর্লভ মানচিত্রের ইতিহাস প্রদর্শনীতে রাখা হয়। একাদশ থেকে উনিশ শতাব্দিকালে যা আরব ও মুসলিম সভ্যতাকে ব্যাপকভাবে সমৃদ্ধ করে এবং বিজ্ঞানের অগ্রযাত্রাকে তরান্বিত করে বলে মনে করা হয়।

Check Also

জুম্মা’র নামাজ পড়ার সময় মারা গেল মসজিদের ইমাম।বিস্তারিত

জুম্মা’র নামাজ পড়ার সময় মারা গেল মসজিদের ইমাম।বিস্তারিত

ময়মনসিংহের ফুলপুরে জুম্মা’র নামাজরত অবস্থায় মিরাশ উদ্দিন (৬৭)নামে এক ইমাম সাহেবের মৃ;ত্যু হয়েছে। মৃ;ত মিরাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!