Breaking News
পরীমনির ঘটনায় ১৩ বছর মান্নার মন্তব্য মিলেছে!

পরীমনির ঘটনায় ১৩ বছর মান্নার মন্তব্য মিলেছে!

চিত্রনায়িকা পরীমণি মা’দক মাম’লায় গ্রে’ফতার হয়েছেন। বর্তমানে রয়েছেন ৪ দিনের পু’লিশি রিমা’ন্ডে। তার মাম’লার তদ’ন্ত করছে সিআইডি। দেশজুড়ে তাকে নিয়ে স’মালো’চনার ঝড় বইছে। এমনকি তার কর্মস্থল সিনেমা অ’ঙ্গনের’ মানুষেরাও তাকে নিয়ে স’মালোচনা করছেন। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ইতোমধ্যে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে জীবনের সর্বোচ্চ দুঃসময় পার করছেন পরী।
এমনই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই’রাল হয়েছে কালজয়ী চিত্রনায়ক মান্নার একটি ব’ক্তব্য। সেখানে তিনি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বেশ কিছু কথা বলেছেন। মান্না বলেছিলেন, ‘পৃথিবীর কোনো জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ; এর মতো স্বা’র্থপর কোনো জগৎ আর নেই। এখানে আম’রা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রে’ম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি। সিনেমা পরিবারের কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আম’রা সবাই এক পরিবার; না, মি’থ্যে। সবাই আলাদা।’

জী’বিত থাকা অবস্থায় একটি বেসরকারি টিভির বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মান্না। অ’পি করিমের সঞ্চালনায় সেখানে তিনি নিজের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে অনেক কথাই বিনিময় করেছিলেন। মান্না জানান, সিনেমা জগতে তার একজনই বন্ধু। তিনি তার আত্মীয়। মান্নার ভাষ্য ছিল, ‘আমা’র একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমা’র ফা’ইট ডি’রেক্টর মোসলেম ভাই। তিনি আমা’র পরিবারের সদস্য। যিনি আমা’র সুখের সময়ও পাশে ছিলেন, দুঃ’খের সময়ও পাশে ছিলেন।’

উল্লেখ্য, ঢাকাই সিনেমা’র ইতিহাসে অন্যতম সফল নায়ক মান্না। তার আসল নাম আসলাম তালুকদার। ২৪ বছরের ক্যারিয়ারে তিনি তিন শতাধিক সিনেমায় অ’ভিনয় করেছিলেন। উপহার দিয়েছিলেন ‘দা’ঙ্গা’, ‘কাসেম মালার প্রে’ম’, ‘আম্মাজান’, ‘ক’ষ্ট’, ‘বীর সৈনিক’, ‘কাবুলিওয়ালা’র মতো সফল সিনেমা। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃ’দরো’গে আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত্যুবরণ করেছিলেন মান্না। তবে এখনো দর্শকরা তাকে নিয়মিত স্ম’রণ করেন, তার অ’ভিনীত সিনেমাগুলো নিয়ে চর্চা করেন।

Check Also

শু’টিং স্প’টে খো’লামেলা ডা’ন্সের ভিডিও

শু’টিং স্প’টে খো’লামেলা ডা’ন্সের ভিডিও

অভিনেত্রী সুবাহর বাসায় চু’রি’ মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। চলচ্চিত্রে নি’য়মিত কাজ ক’রছেন তিনি। এ অ’ভিনেত্রীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!