Breaking News
পাঁচজনকে বোকা বানিয়ে বিখ্যাত সেই গোলটি করেন ম্যারাডোনা (ভি’ডিও)

পাঁচজনকে বোকা বানিয়ে সেই গোলটি করেন ম্যারাডোনা (ভি’ডিও)

প্রায় ৬০ মিটার দূর থেকে বল নিয়ে এগিয়ে প্রতিপক্ষের পাঁচজনকে বোকা বানিয়ে এক গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ফিফা ডট কমে গোলটিকে শতাব্দীর সেরা গোল হিসাবে নির্বাচিত করে ভক্তরা।

১৯৮৬ সালের বিশ্বকাপের ইংলিশদের বিরুদ্ধে ওই ম্যাচেই বিতর্কিত এক গোল করেছিলেন তিনি। যাকে ‘হ্যান্ড অব গড’ বলে আখ্যায়িত করা হয়। ফুটবলের সেই কিংবদন্তি ম্যারাডোনা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার নিজ বাসায় মারা যান তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ৮৬ সালের বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও সভাপতি ক্লদিও তাপিয়া আমাদের কিংবদন্তি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। আপনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।

Check Also

নিজের সবচেয়ে দামি জমিটা হাস-পাতাল মাদ্রাসা এবং কবর-স্থানে দান করেছেন রফিক

নিজের সবচেয়ে দামি জমিটা হাস-পাতাল মাদ্রাসা এবং কবর-স্থানে দান করেছেন রফিক

বাংলাদেশ ক্রি`কেটে অন্যতম সেরা স্পিনার মোহা`ম্মদ রফিক . প্রায় এক যুগ আগেই ক্রিকেট কে বিদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!