নওগাঁর রানীনগর উপজে’লার একটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। তবে তিনি প্রাইভেট পড়াতেন ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে। প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর স’ঙ্গে শিক্ষকের গড়ে ওঠে অনৈ’তিক সম্পর্ক। আর ওই ছাত্রীর স’ঙ্গে শিক্ষকের অনৈ’তিক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফেসবুকে দেখা গেছে শনিবার থেকে বিভিন্ন আইডি ও লাইক পেজে ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনাটি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। দ্রুত ওই শিক্ষকের বিরু’দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা ও স্কুলছাত্রীর অ’ভিভাবকরা।
জানা গেছে, ওই শিক্ষক ১০-১২ বছর আগে ওই বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক হিসেবে যোগদান করেন। এরপর থেকেই তিনি ওই বিদ্যালয়ের ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। চলিত বছরে তিনি সহকারী শিক্ষক লাইব্রেরিয়ান ও তথ্য বিজ্ঞান শিক্ষক হয়েছেন। এরই মাঝে ওই স্কুলের এক প্রাইভেটের ছাত্রীর স’ঙ্গে তার অনৈ’তিক সম্পর্ক গড়ে উঠে।
এ বি’ষয়ে ভিডিও ধারণ করা হয়েছে মর’্মে গত বছর স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। সেই সময় স্থানীয় এক প্রভাবশালী নেতার হস্ত’ক্ষেপে বি’ষয়টি ধামচাপা দেওয়া হয়। তারপর থেকেই বি’ষয়টি আর আলোর মুখ দেখেনি।
এরপর হঠাৎ করে শনিবার ফেসবুকে ইংরেজিতে লেখা ‘ইসলাম ইসলাম’ নামে এক আইডি থেকে ৫ মিনিট ১০ সেকেন্ডের শিক্ষক-ছাত্রীর অনৈ’তিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হয়। পরে সেই আইডির ভিডিও থেকে স্ক্রিনশট দেওয়া ছবি ফেসবুকের বিভিন্ন আইডি থেকে ভাইরাল হয়।
এছাড়া ফেসবুকের লাইক পেজ ‘তুমি নেই সারাদিন’সহ বিভিন্ন পেজ ও আইডি থেকে ওই ভিডিওটি ভাইরাল হয়েছে। বি’ষয়টি দেখে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। এ ঘটনা জানাজানি হলেও স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরু’দ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বলেও অ’ভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের ছাত্রীদের অনেক অ’ভিভাবক জানান, শিক্ষক যদি ছাত্রীর স’ঙ্গে এমন অনৈ’তিক কর্মকাণ্ডে জড়িত হন সেই বিদ্যালয়ে আমা’দের মেয়েরা কীভাবে নিরাপদ। তাই দ্রুত ওই শিক্ষকদের বিরু’দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে অ’ভিযুক্ত শিক্ষকের স’ঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে রানীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এ বি’ষয়ে লিখিত অ’ভিযোগ পেলে বিধি মোতাবেক ওই শিক্ষকের বিরু’দ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রানীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গো’লাম হোসেন গোল্লা বলেন, বি’ষয়টি আমা’র জানা নেই। প্রধান শিক্ষকের স’ঙ্গে কথা বলে পরে জানাব।
এ ব্যাপারে রানীনগর উপজে’লা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমা’র বি’ষয়টি জানা নেই। বি’ষয়টি ক্ষ’তিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে রানীনগর উপজে’লা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমা’র মাহাতো বলেন, বি’ষয়টি ক্ষ’তিয়ে দেখে ত’দন্তসা’পেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দ’প্তরকে বলা হবে।