Breaking News

ফুটবলে জার্মানদের জয় রথ চলছেই

ফুটবলে জার্মান কোচদের সময়টা যাচ্ছে দুর্দান্ত। কাল রাতে জার্মান কোচ হ্যান্সি-ডিয়েটার ফ্লিকের অধীনে বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ইংল্যান্ড দেখেছে আরেক জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপের বাজিমাত। এ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা কোচ হয়েছেন লিভারপুলের কোচ।

৩০ বছর পর লিভারপুলকে ইংলিশ লিগের শিরোপা এনে দিয়েছেন ক্লপ। লিগ শেষ করেছেন ৩৮ ম্যাচে ৯৯ পয়েন্ট নিয়ে। যা টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ১৮ পয়েন্ট বেশি। দলের সাফল্যের স্বীকৃতির পুরষ্কারই ধরা দিল ক্লপের হাতে। সেরা হওয়ার পথে পেছনে ফেলেছেন চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও লেস্টার সিটির ব্রেন্ডন রজার্সকে। লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন লিভারপুল ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড।

৫৩ বছর বয়সী এই কোচের হাতেই যে উঠতে যাচ্ছে লিগের সেরা কোচের পুরষ্কার, তা অনুমেয়ই ছিল। গত মাসে ইংল্যান্ডের লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা ম্যানেজারের পুরষ্কার জিতেছিলেন তিনি। ১৩ বার প্রিমিয়ার লিগজয়ী স্যার অ্যালেক্স ফার্গুসনের নামে পুরষ্কারটির নাম ‘ফার্গুসন ট্রফি’।

প্রিমিয়ার লিগে ক্লপের অধীনে এবার কিই-না করেছে লিভারপুল। সাত ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে লিগ শিরোপা। যা ইংল্যান্ডের শীর্ষ ফুটবলের রেকর্ড। তবে চ্যাম্পিয়নস লিগে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে অলরেডরা।

Check Also

উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস হুমকির মুখে সেতু

উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস হুমকির মুখে সেতু

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের রামডাকুয়া গ্রামে তিস্তা শাখা নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধনের আগেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!