সিলেটের বড়লেখা উপজেলার রুকনপূর গ্রামের প্রাবাসী ও বিশিষ্ট সমাজসেবক মুহিবুর রহমান উনার একটি ফেইসবুক পুষ্টে অতিমাত্রায় ভুল করার কারণে রাষ্ট্রীয় ভাবে সম্মাননা পেতে যাচ্ছেন তিনি।
স্থানীয়দের তথ্য অনুযায়ী তিনি নিয়মিত এইরকম পুষ্ট করেন আর উক্ত পুষ্ট পড়তে গিয়ে অনেকেই দাতের ব্যাথা নাকি কান্নাকাটি করে।কেও কেও আবার দাতও হারিয়ে ফেলে।
আর রাষ্ট্রীয় তথ্য অনুযায়ী বাংলাদেশে সর্বোচ্চ বানান ভুল পাওয়া যায় মুহিবুরের পুষ্টে তাই রাষ্ট্রীয়ভাবে মুহিবুরকে সম্মাননা দিবে সরকার
তাই মুহিবুর কোন হাসি পাত্র নয় সে আমাদের গর্ব
আশাকরি মুহিবুর দেশ ছাড়িয়ে বিদেশেও তার প্রতিভা ছড়িয়ে দেশের নাম উজ্জ্বল করবে।
