বিদ্যুৎস্পৃষ্টে চিরদিনের জন্য থেমে গেল আকাশ নাথ নামে দুরন্ত এক কিশোরের হাসি। কক্সবাজারের চকরিয়ায় গাছ থেকে ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ নাথ মৃত্যুর কোলে ঢলে পড়ে।শনিবার সকালে চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড নাথপাড়ায় এ ঘটনা ঘটে। আকাশ ওই এলাকার মিলন নাথের ছেলে।
চকরিযা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সকালে নিজ বাড়ির গাছের ডালপালা কাটতে উঠে আকাশ। গাছের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে পড়ে একটি কাটা ডাল। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায় আকাশ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।