বুধবার বিকালে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি (এসিটি) বিচারবিভাগীয় পরিষদে এ সংক্রান্ত বিল পাস করেছেন আইনপ্রণেতারা।
নতুন এই আইনটি কার্যকর হবে ২০২০ সালের ৩১ জানুয়ারি থেকে। এই আইনের আওতায় ক্যানবেরার প্রাপ্তবয়স্করা ৫০ গ্রাম গাঁজা সঙ্গে রাখতে পারবেন এবং বাড়িতে চারটি গাঁজার গাছও রোপন পারবেন।
অস্ট্রেলিয়ার অনেক জায়গায়ই ব্যক্তিগতভাবে গাঁজার ব্যবহার নিষিদ্ধ। তবে ২০১৬ সালে দেশটিতে চিকিৎসাক্ষেত্রে গাঁজার ব্যবহার বৈধ করা হয়।
বিবিসি জানিয়েছে, নতুন পাস হওয়া আইনটি কেন্দ্রীয় পর্যায়ে চ্যালেঞ্জের মুখে পড়লে তা উল্টেও যেতে পারে যেকোনো সময়।
কানাডা, স্পেন, উরুগুয়ে এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিনোদনের জন্য গাঁজার ব্যবহার বৈধ। এবার অস্ট্রেলিয়াও সে পথে পা বাড়াল মানে বিনোদনের জন্যও তারা এটি ব্যাবহার করবে।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দপ্তরের হিসাবমতে, দেশটির ১৪ বছরের ওপরে প্রায় ৩৫ শতাংশ মানুষ গাঁজা সেবন করে।
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির অধিবাসী প্রায় চার লাখ। এদের নিয়েই গড়ে উঠেছে ক্যানবেরা নগরীসহ এর আশেপাশের এলাকা।
নতুন আইন কার্যকর না হওয়া পর্যন্ত সেখানে গাঁজা বিক্রি, জনসম্মুখে বা শিশুদের আশেপাশে গাঁজা সেবন নিষিদ্ধই থাকবে।
