Breaking News
বিয়ে করলেন শ্যামল, বিয়ের আসরেও বলতে হলো ‘সি ইউ নট ফর মাইন্ড’

বিয়ে করলেন শ্যামল, বিয়ের আসরেও বলতে হলো ‘সি ইউ নট ফর মাইন্ড’

অবশেষে বিবাহ বাঁধনে আব’দ্ধ হলেন ফেসবুকে ভাই’রাল হওয়া সে শ্যামল। বিবাহ বন্ধ’নে আব’দ্ধ জন্য যার সময় ছিল না, ‘মে’য়েরা ছলনাম’য়ী’ ‘হ্যাভ আ রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল রায়।মিঠাপুকুর উপজে’লার পুঁটিমা’রী গ্রামের দীলিপ রায়ের মে’য়ে দীপা রানীর সঙ্গে বৃহস্পতিবার (১২ আগস্ট) শ্যামল রায়ের বিয়ে হয়েছে। তার বিয়ের ছবিও ফেসবুকে ভাই’রাল হয়েছে। রংপুরের মিঠাপুকুর উপজে’লার মির্জা’পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শ্যামল রায় বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী। তিনি গাইবা’ন্ধা জে’লার সুন্দরগঞ্জ উপজে’লার বামনডাংগা এলাকার নেপাল রায়ের ছে’লে। গাইবান্দার বামনডাঙ্গা রেল স্টেশনে তার ধারণ করা একটি ভি’ডিও সোশ্যাল মিডিয়ায় ভাই’রাল হয়। সেখানে বলেছিলেন, ‘আমি সব সময় লেঙ্গুয়েজ ইংলিশে কথা বলি। ‘হ্যাভ আ রিল্যাক্স, সি ইউ, নট ফর মাই’ন্ড।

রংপুর থেকে মিঠাপুকুরের ওই গ্রামে অনেকেই দেখতে এসেছিলেন শ্যামলকে। শ্যামল বিয়ে করতে মিঠাপুকুর গেলে সেখানে লোকজন তাকে ঘিরে ধরে সেলফি তোলার জন্য। শ্যামল অবশ্য কাউকে নিরা’শ করেননি। সবার সঙ্গে হাসিমুখে সেলফি তুলেন। সবার আবদার পূরণ করেন। ঠিক বিয়ের পিঁড়িতে বসার আগে অনেকে তাকে ঘিরে ধরে ছবি তোলে, শুধু তাই নয় বিয়ের আসরেও কয়েকজন ধরে বলতে বলে ‘সি ইউ নট ফর মাইন্ড।’ শ্যামল হাসিমুখেই বললেন ‘সি ইউ নট ফর মাই’ন্ড।’

Check Also

শু’টিং স্প’টে খো’লামেলা ডা’ন্সের ভিডিও

শু’টিং স্প’টে খো’লামেলা ডা’ন্সের ভিডিও

অভিনেত্রী সুবাহর বাসায় চু’রি’ মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। চলচ্চিত্রে নি’য়মিত কাজ ক’রছেন তিনি। এ অ’ভিনেত্রীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!