বর্তমান সময়ে ভালোবাসার প্রমাণ দিতে কতো রকম কাজ কর্ম আমরা দেখতে পাই।আর ঠিক তেমনি একটি বিরল কাজ করে দেখালেন সিলেটের মিম।বয়ফ্রেন্ড এর জন্মদিনে উপহার হিসেবে তিনি ১২’শ টি জাঙ্গিয়া গিফট করেন এতে বয়ফ্রেন্ড সাকিব খুবই অবাক হয়ে যান।ভালোবাসার মায়া দেখে সাকিব মুগ্ধ হয়ে যান।
আর মিমের এই ১২শ জাঙ্গিয়া গিফট বাংলাদেশের ইতিহাসে প্রথম হয় এবং এটি রেকর্ড হিসেবে পরিনত হয়।বর্তমান সময়ের তরুণ তরুণীরা তাদের এই ভালোবাসা দেখে খুবই আশ্চর্য হয় এবং অনেকেই তাদের বয়ফ্রেন্ড এর জন্মদিনে ১৫’শ থেকে ২৫’শ টা জাঙ্গিয়া দেওয়ার প্রতিজ্ঞা করেন।