যুগ যুগ ধরে চলে আসা একটি ঐতিহ্য হলো শুক্রবারে মসজিদে জিলাপি বা বিরিয়ানি বিতরণ।শুক্রবার নামাজ শেষে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেক মানুষ এবং খুবই সৌন্দর্যপূর্ণ একটি বিষয়।
তবে যুগে যুগে হাজারো চতুর মানুষের জন্ম হয় আর জুমন সেই চতুর লোকদের মধ্যে একজন।তবে একটি কথা আছে অতি চালাকের গলায় দড়ি।
প্রথমবার জিলিপী পেয়ে জুমন সন্তুষ্ট ছিলেন না।তিনি লাইনে আবার দাঁড়িয়ে পড়েন।তবে একজন স্থানীয় লোক বিষয়টি বুজতে পেরে জুমনকে সবার সামনে অপমানিত হন জুমন।তার কাছে বিষয়টি খুবই লজ্জাজনক মনে হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী অপমানিত জুমন প্রতিজ্ঞা করেছেন তিনি আর এমন কাজ করবেন না।তাই জুমনের মত ব্যাক্তিদের আগে থেকে বুজা উচিৎ।না হলে জুমনের মতো সবার সামনে অপমানিত হতে হবে।
