রাস্তাতেই লড়াই করতে নেমেছিল বানরদের দুটি দল। তাদের জন্য রাস্তায় অবরুদ্ধ হয়ে থাকলেন পথচারীরা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ঘটেছে এই ঘটনা।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত লোপবুড়ি। সেই শহরের রাস্তায় সম্প্রতি লড়াই বেধেছিল দু’দল বানরের।
এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর বানরদের ওই লড়াইয়ের ভিডিও অনেক উপভোগ করেছেন নেটাগরিকরা।ভিডিওতে দেখা যায়, কয়েকটি রাস্তার সংযোগস্থলে মুখোমুখি বসে আছে বানরগুলো। শতাধিক বানরকে দেখা যাচ্ছে সেখানে। তাদের দেখে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন বাইকআরোহী। কিছুক্ষণের মধ্যেই লড়াই বাধল বানরদের দুই দলের।
জানা গেছে, খাবারের দখল নিয়েই লড়াই করেছে ওই দুটি দল। তবে নিজেদের মধ্যে তুমুল লড়াই করলেও পথচারীদের আক্রমণ করেনি বানরেরা।দেশটির জাতীয় উদ্যান দফতরের এক মুখপাত্র বলেছেন, লোপবুড়িতে বানরের লড়াই খুব নতুন নয়। প্রায়ই এ রকম দেখা যায়। কখনো খাবারের জন্য, কখনো এলাকা দল বা কখনো সঙ্গিনীর জন্য লড়াই করে ওরা।ভিডিওটি দেখুন-