সাম্প্রতি সিলেটে ঘটে যাওয়া অন্যতম একটি ঘটনা হলো সিলেট শহর এখন লাইনমুক্ত।দেশের প্রথম নগর হলো সিলেট যেখানে সব বৈদ্যুতিক লাইন সহ অন্যান্য লাইন গুলো মাটির নিচে দেওয়া হয়েছে।এই উন্নয়ন যেমন অধিকাংশে সুখের ঠিক তেমনি কিছু মানুষের জন্য এটা দুঃখের বিষয়।বৈদ্যুতিক খুটি নিয়ে কিছু মানুষের ছিলো অনেক সৃতি।সিলেট পানের জন্য বিখ্যাত মুখভর্তি পান দেখলেই মনে হবে সে সিলেটি।আর সিলেটের অধিকাংশ মানুষ পান খেয়ে খুটিতে চুন না মুছলে তৃপ্তি পায় না।আর এমনই একজন মানুষ হলেন হাছান।সিলেটে নেই বৈদ্যুতিক খুটি কোথায় মুছবেন চুন এই নিয়ে হাছানের মন অশান্তির শেষ নেই।
গত কয়েকদিন যাবত খুবই হতাশায় ভুগছেন হাছান।অবশেষে পারবে কি হাছান তার মনকে বুঝাতে।
