Breaking News
২০ বছর আগের সেই নামে ফিরছে আ’ফগা’নিস্তান

২০ বছর আগের সেই নামে ফিরছে আ’ফগা’নিস্তান

রাজধানী কাবুল দখলের পর প্রেসিডেন্ট প্রাসাদ থেকে শিগগিরই তা’লেবানরা তাদের দেশকে আবার ‘ইস’লামিক আমিরাত অব আফিগানিস্তান’ ঘোষণা করবে।
রোববার কাবুলে বিনা যু’দ্ধে প্রবেশ করে তা’লেবান প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার পর দলটির একজন নেতার বরাত দিয়ে কয়েকটি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। এদিন আল জাজিরার সম্প্রচারিত ফুটেজে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে বহু সশস্ত্র যোদ্ধাকে দেখা গেছে, তাদের তা’লেবান কমান্ডার বলে বর্ণনা করেছে গণমাধ্যমটি।

তা’লেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোহাম্ম’দ নাঈম আল জাজিরা টেলিভিশনকে বলেন, আজ আ’ফগা’ন জনগণ ও মুজাহিদিনদের জন্য একটা মহান দিন। তারা ২০ বছর ধরে তাদের ত্যাগের ও চেষ্টার ফল দেখতে পাচ্ছে।
তিনি জানান, আ’ফগা’নিস্তানে নতুন সরকার গঠনের বিষয়টি শিগগিরই পরিষ্কার করা হবে। তা’লেবান বিচ্ছিন্নতার মধ্যে থাকতে চায় না এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক স’ম্পর্কের আহ্বান জানান তিনি।

নাঈম বলেন, আম’রা যা চেয়েছিলাম সেখানে পৌঁছেছি, এটি হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা ও জনগণের স্বনির্ভরতা। অন্য কারও ওপর হা’মলা চালাতে কাউকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না এবং আম’রা অন্যের ক্ষতি করতে চাই না।

Check Also

আপনার প্রিয় দল কো’ন টি? ছবিতে ক্লি’ক দিয়ে ভো’ট করুন

আপনার প্রিয় দল কো’ন টি? ছবিতে ক্লি’ক দিয়ে ভো’ট করুন

ল্যাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। যেকোন প্রতিযোগিতায় এই দুটি দল মুখোমুখি মানেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!