প্র’কাশ্যে এল এক অদ্ভুত ঘটনা। এক পুরুষের দুই স্ত্রী’ হাজির। তারা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন স্বামীকে। তারাই ঠিক করে দিলেন কার স’’ঙ্গে কতদিন থাকবে স্বামী। ঝাড় খণ্ডের রাঁচীতে এই ঘটনা।
দুই মহিলা চাইছেন তিন দিন করে প্রত্যেকের কাছে থাকবে স্বামী।এমন কি স্বামীকে একটা ‘ডে অফ’ ও দিচ্ছে স্ত্রী’’রা। স্বাভাবিক ভাবেই এই মামলায় অবাক হয়েছেন সবাই। ভারতীয় সংবাদ মাধ্যম সুত্রে জানা যায়, ব্যক্তির নাম রাজেশ। তাঁর দুই স্ত্রী’। কিন্তু, সময় কাটানো নিয়ে দুই স্ত্রী’’র মধ্যে ঝামেলা তৈরি হওয়াতেই সমস্যা হয়। পু’লিশের কাছে হাজির হয় দু’জনে।
প্রায় প্রত্যেক দিনই থানায় গিয়ে হাজির হচ্ছিল তারা। আর তাতে বেজায় বিপাকে পড়ে পুলিশ। কিছুদিন দ্বিতীয় স্ত্রী’ ফের হাজির হন থানায়। গিয়ে বলেন, পাঁচ দিন হয়ে গিয়েছে, স্বামী আসেনি। কিছু একটা করুন।’ এরপরই পু’লিশ দুই স্ত্রী’’কে নিয়ে থা’নায় আসতে বলে রাজেশকে। পু’লিশের উপ’স্থিতিতেই সমঝোতায় আসে তারা।
পু’লিশের সামনেই ঠিক হয়, সপ্তাহের প্রথম তিন দিন প্রথম স্ত্রী’’র কাছে থাকবে রাজেশ, পরের তিনদিন থাকবে দ্বিতীয় স্ত্রী’’র কাছে। আর এক দিন ‘অফ ডে।’ গত বছরের শেষে একটি ঘটনায় দুই স্ত্রী’’র কাছে মা’র খেয়েছিলেন এক যুবক। মাত্র ২৬ বছরেই দুটো বিয়ে সেরে ফেলেন এক যুবক।থেমে থাকেননি, আরও একটা বিয়ের জন্য প্র’স্তুত হচ্ছিলেন তিনি। এরপরই প্রথম দুই স্ত্রী’য়ের কাছে বেধড়ক মার খেলেন তিনি।
আর এই পিটুনি যেখানে সেখানে নয়, একেবারে থানার সামনেই হল। তামিলনাড়ুর কোয়েম্বাটোরে এই ঘটনা ঘটেছিল। ২০১৬এ প্রথম বিয়েটি করেন, দিব্যি চলছিল সংসার। তারপর আবার এ বছরে এপ্রিল মাসেও আরেকটি বিয়ে করে ফেলেন। এরপর ফের ম্যাটরিমনিয়াল সাইটে দিয়ে দিয়েছিলেন নিজের ছবি। কারণ আরও এক মহিলাকে বিয়ে করতে চান তিনি।
পুলিশের সামনেই ঠিক হয়, সপ্তাহের প্রথম তিন দিন প্রথম স্ত্রী’’র কাছে থাকবে রাজেশ, পরের তিনদিন থাকবে দ্বিতীয় স্ত্রী’’র কাছে। ঘ’টনার কথা জানার পর থেকেই , তাঁর প্রথম দুই স্ত্রী’ বারবার তাঁর অফিসের সামনে অনশনে বসছিলেন। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে সেই অনশন তোলে, দুই স্ত্রী’ এবং অভিযু’ক্ত যুবককে থানায় ডাকেন। থানার সামনে পৌঁছে, দুই স্ত্রী’ এবং তাঁদের পরিজনরা ওই যুবকের উপর গুছিয়ে হাতের সুখ করে নেন।