Breaking News

৭০ হাজার টাকা ক্যাসিনোর ভাড়া হিসেবে দৈনিক আয় করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক

ক্রীড়াঙ্গনে জুয়ার আগ্রাসনের যে খবর এতদিন ‘ওপেন সিক্রেট’ ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর সাময়িক অভিযানে তা প্রকাশ্য হয়ে পড়েছে জনতার সামনে।বের হয়ে আসছে একের পর এক চমকে দেওয়ার মতো খবর আর এই খবর গুলো যথারীতি সাধারণ জনগণের কাছে অবাক করা বিষয়।

ভিক্টোরিয়া ক্লাব কিংবা কলাবাগানের পর এইবার দেশের অন্যতম সেরা মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক লোকমান হোসেন ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

ক্যাসিনো ব্যবসা এবং অবৈধভাবে বিদেশি ম’দ রাখার অভিযোগে বুধবার রাতে রাজধানীর মনিপুরী পাড়ার নিজ বাসা থেকে লোকমানকে গ্রে’প্তার করে র‍্যাব। প্রাথমিকভাবে ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেন তিনি। লোকমান জানিয়েছেন, মোহামেডান ক্লাবে কাউন্সিলর ও যুবলীগ নেতা সাঈদের নেতৃত্বেই চলত জুয়ার আসর। ক্যাসিনোর ভাড়া হিসেবে প্রতিদিন সত্তর হাজার টাকা পেতেন বিসিবি পরিচালক লোকমান।

এই ক্যাসিনো ব্যবসা থেকে লোকমান বিপুল অর্থ উপার্জন করেছেন। যার পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা। এই ৪১ কোটি টাকার বেশিরভাগ অস্ট্রেলিয়ায় দুই ব্যাংকে জমা করেছেন লোকমান।

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি এ কে এম মমিনুল হক সাঈদের সহায়তায় মোহামেডানে তিনি ক্যাসিনো গড়ে তোলেন। এছাড়া ৩ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে এই বিসিবি পরিচালকের। যা তিনি অস্ট্রেলিয়ার এএনজেড ব্যাংক এবং কমওয়েলথ ব্যাংকের শাখায় গচ্ছিত রেখেছেন।

Check Also

কুতিনহো-বার্সেলোনার গল্পটার এমন পরিণতি!

ইংরেজিতে ‘আইরনি’ লিখলেই চলে। কিন্তু বাংলায় শুধু ‘পরিহাস’ লিখলেই চলে না, গুরুত্ব বোঝাতে ‘নির্মম’ শব্দটাও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!